Logo
×

Follow Us

ফিচার

ভ্রমণ হোক স্টাইল ও ফ্যাশনের সঙ্গে

Icon

মনিরা তাবাস্‌সুম

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৩৩

ভ্রমণ হোক স্টাইল ও ফ্যাশনের সঙ্গে

প্রতীকী ছবি

ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, নিজেকে তুলে ধরারও এক অনন্য উপায়। তাই তো এখনকার ট্র্যাভেল ব্যাগে পাসপোর্টের পাশে জায়গা পায় সানগ্লাস, স্কার্ফ, মানানসই আউটফিট। একজন অভিজ্ঞ ভ্রমণপিপাসু জানেন ভ্রমণের আনন্দ অনেকখানি নির্ভর করে পরনের পোশাক ও অনুষঙ্গের ওপর। হোটেল, ট্রান্সপোর্ট ও খাবার ঠিক থাকলেও যদি পোশাক গায়ে অস্বস্তি লাগে, তাহলে পুরো সফরের স্বাদই ফিকে হয়ে যেতে পারে। তাই ঘর ছাড়ার আগে গন্তব্যের অবস্থান, আবহাওয়া, সংস্কৃতি ও যাত্রাপথ বিবেচনায় রেখে ঠিকঠাক পোশাক নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভ্রমণ গন্তব্য : পাহাড়ে যাচ্ছেন, না কি সাগরপারে তা বুঝেই পোশাক বেছে নিতে হবে। শীতপ্রধান দেশে যাচ্ছেন? তবে লাগবে হুডি, উইন্ডচিটার, থার্মাল ইনার, স্কার্ফ, কানটুপি। অন্যদিকে যদি গন্তব্য হয় মালদ্বীপ কিংবা কক্সবাজারের মতো রৌদ্রতপ্ত সমুদ্রসৈকত, তবে হালকা, আরামদায়ক, সহজে শুকায় এমন সুতি বা লিনেন কাপড়ই হবে আদর্শ। আর বর্ষাকালীন সফরে রেইনকোট, ছাতা, ওয়াটারপ্রুফ ব্যাগ ও দ্রুত শুকায় এমন পোশাকের কথা ভুলে যাওয়া চলবে না। বিদেশে বা দেশেরই নানা প্রান্তের রীতিনীতি ভিন্ন। পাহাড়ি অঞ্চলে, ধর্মীয় স্থান বা রক্ষণশীল এলাকায় ঢুকতে হলে পোশাকে শালীনতা থাকা চাই। সিøভলেস টপ, শর্টসের বদলে ফুল হাতা কুর্তি, স্কার্ফ বা বড় ওড়না পরুন।

ফ্যাশন আর আরাম : ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসা বা বিমানবন্দরের লম্বা অপেক্ষা সবই সহজ হয়ে যায় যদি পোশাক হয় হালকা ও আরামদায়ক। তাই ঢিলেঢালা, হালকা ও আরামদায়ক ফ্যাব্রিক বেছে নিন। দীর্ঘ পথের ক্লান্তিতে সাহায্য করবে ইজি ওয়্যারিং পোশাক, যেমনÑফ্রন্ট জিপার জ্যাকেট বা ইলাস্টিক ওয়েস্ট প্যান্ট। আরামদায়ক ইনার, ঘাম শোষণ করে এমন ফ্যাব্রিক, ভালো মানের মোজাÑএসবই একেকটা ছোট উপাদান হলেও পুরো ভ্রমণে কিন্তু বড় প্রভাব ফেলে।

ব্যাবহারিক দিক : হাঁটাহাঁটির ট্রিপে সঙ্গে রাখুন পকেটসমৃদ্ধ ট্রাউজার ও ক্রস-বডি ব্যাগ, যাতে ফোন, মানিব্যাগ, পাসপোর্টের মতো প্রয়োজনীয় জিনিস রাখা যায়। যারা ট্রেকিং করেন, তাদের জন্য হালকা কিন্তু টেকসই রেইন কভার কিংবা জিপারড জ্যাকেট হবে উপযুক্ত। হ্যাট ও সানগ্লাস নিতে ভুলবেন না। এটা ঠিক, ভ্রমণে ছবি তুলতে হয়, শেয়ার করতে হয়, স্মৃতি জমাতে হয়। ভ্রমণে ফ্যাশনের সঙ্গে স্বাচ্ছন্দ্যকেও প্রাধান্য দিতে হবে। 

কম পোশাকে বেশি স্টাইল : ভ্রমণে বেশি পোশাক নেওয়া মানে শুধু ব্যাগ ভারী করা নয়, অপ্রয়োজনীয় ঝামেলাও ডেকে আনা। চেষ্টা করুন এমন পোশাক বেছে নিতে যেগুলো একই সঙ্গে দিনে বা রাতে পরা যায়। একটা ডেনিম জ্যাকেট বা নিউট্রাল কালারের টপ বিভিন্ন বটমের সঙ্গে মানিয়ে যায়। 

ভ্রমণে ফ্যাশন মানে শুধু সাজ নয়, সচেতন প্রস্তুতি। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নিজেকে নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করাও। একটা ভালো ভ্রমণের স্মৃতি শুধুই জায়গার সৌন্দর্যে আটকে থাকে না, জড়িয়ে থাকে ছোট ছোট অভিজ্ঞতায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫