Logo
×

Follow Us

ফিচার

শীতের আগেই শুরু হোক প্রস্তুতি

Icon

মনিরা তাবাস্‌সুম

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

শীতের আগেই শুরু হোক প্রস্তুতি

আকাশে হালকা সাদা মেঘ আর সকালবেলার কুয়াশার ইঙ্গিত জানিয়ে দিচ্ছে শীত আসন্ন। বাংলাদেশে শীত খুব দীর্ঘ না হলেও ত্বক, চুল, হাত ও পায়ের জন্য এ সময়টা হয়ে ওঠে বেশ কঠিন। হঠাৎ করে ঠান্ডা হাওয়া আর শুষ্ক আবহাওয়া ত্বক রুক্ষ করে তোলে, চুলে দেখা দেয় খুশকি আর হাত-পা ফেটে ব্যথা পর্যন্ত হতে পারে। তাই শীত পুরোপুরি নামার আগেই সঠিক যত্নে অভ্যস্ত হয়ে গেলে মৌসুমজুড়েই সতেজ থাকা সম্ভব।

ত্বকের যত্ন

শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়, ফলে ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত শুকিয়ে যায়। তাই এখন থেকেই ত্বককে প্রস্তুত করা জরুরি।

ময়েশ্চারাইজার ব্যবহার : ত্বক ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার লাগানো উচিত। অয়েল-বেসড ক্রিম বা লোশন এ সময়ের জন্য উপযুক্ত।

ক্লিনজিং ও এক্সফোলিয়েশন : হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। সপ্তাহে একবার নরম স্ক্র্যাব ব্যবহার করলে মৃত কোষ উঠে যাবে, তবে অতিরিক্ত ঘষাঘষি করা চলবে না।

প্রাকৃতিক উপাদান : মধু, দই, অ্যালোভেরা জেল বা শসার প্যাক ব্যবহারে ত্বক আর্দ্রতা ফিরে পায়।

সানস্ক্রিন : শীতে সূর্যের আলো কম মনে হলেও আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

খাবার ও পানি 

শীতের যত্ন শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ যত্নও জরুরি। পর্যাপ্ত পানি পান, শাক-সবজি ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া ত্বক ও চুল উভয়ের জন্য উপকারী। বাদাম, মাছ, ফলমূল শরীরকে ভেতর থেকে পুষ্টি দেয়।

শীত আমাদের জীবনে ভিন্ন রূপ নিয়ে আসে। তবে একটু সচেতনতা আর যত্ন নিলে ত্বক, চুল ও হাত-পা সবই থাকবে সুস্থ ও আকর্ষণীয়। শীত আসার আগেই অভ্যাস গড়ে তুলুন, তাহলেই মৌসুমজুড়ে সৌন্দর্যের হাসি ফুটবে আপনার মুখে।

চুলের যত্ন

শীতকালে চুল দ্রুত শুষ্ক হয়ে পড়ে, মাথার ত্বকে খুশকি দেখা দেয়।

তেল মালিশ : সপ্তাহে অন্তত দুইবার নারকেল, জলপাই বা বাদাম তেল দিয়ে হালকা গরম করে মাথায় মালিশ করলে চুলে আর্দ্রতা ফিরে আসে।

শ্যাম্পু ও কন্ডিশনার : অল্প পরিমাণে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে অবশ্যই কন্ডিশনার দিন। অতিরিক্ত শ্যাম্পু চুল আরো শুষ্ক করে দেয়।

প্রাকৃতিক প্যাক : ডিম ও দই মিশিয়ে হেয়ার প্যাক ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল থাকে।

খুশকি নিয়ন্ত্রণ : নিমপাতা সিদ্ধ করে পানি ঠান্ডা করে ধুয়ে নিলে খুশকি কমে যায়।

হাত-পায়ের যত্ন

শীতে হাত-পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফাটা গোড়ালি বা শুকনো হাত অনেক সময় ব্যথার কারণ হয়।

হাতের যত্ন : প্রতিবার হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা গ্লিসারিন লাগালে হাত নরম থাকে।

পায়ের যত্ন : সপ্তাহে এক দিন গরম পানিতে সামান্য লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন। পরে স্ক্র্যাব দিয়ে ঘষে ফাটা অংশ পরিষ্কার করে ভ্যাসলিন বা ক্রিম ব্যবহার করুন।

গোড়ালি সুরক্ষা : শীতকালে খোলা স্যান্ডেল পরা এড়িয়ে চলুন। তুলার মোজা ব্যবহার করলে পায়ের আর্দ্রতা বজায় থাকে। শীতকালে পা ঢাকা জুতা পরুন। এতে পা অনেক বেশি সুরক্ষিত থাকবে। ফাটা গোড়ালি ময়লা-জীবাণুর সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫