Logo
×

Follow Us

খাবার-দাবার

ইলিশ পোলাও

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫

ইলিশ পোলাও

পাত্রে পরিবেশিত মজাদার ইলিশ পোলাও'র ছবিটি সংগৃহীত।

ইলিশ মাছের নাম শুনলেই অনেকের জিভে জল আসে। ইলিশ দিয়ে মজাদার ইলিশ পোলাও রাঁধা যায়। এটি বাঙালির প্রিয় খাবার।

জানুন ইলিশ পোলাও রান্নার সহজ রেসিপি সম্পর্কে: 

উপকরণ:

মাছ রান্নার জন্য: 

ইলিশ মাছ ৬ টুকরা

সাদা দই ১-২ কাপ

পেঁয়াজ বেরেস্তা ১-২ কাপ

কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

জিরা গুঁড়া ১-২ টেবিল চামচ

চিনি ১-২ টেবিল চামচ এবং

লবণ স্বাদ অনুযায়ী।

পোলাও রান্নার জন্য:

তেল ৪ টেবিল চামচ

চাল ২ কাপ

পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি ১-২ কাপ

দারুচিনি ২ টুকরো

লবঙ্গ ৪ টি

এলাচ ৪ টি

কালো গোলমরিচ ১০-১২ টি

তেজপাতা ২ টি

লবণ স্বাদ অনুযায়ী

গরম পানি ৪ কাপ

ঘি ১ টেবিল চামচ এবং

কাঁচামরিচ ৫ টি। 

প্রণালি:

রান্নার জন্য মাছগুলো টুকরো করে ভালভাবে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটি বড় পাত্রে দই, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা গুঁড়া, চিনি এবং লবণ মিশিয়ে নিন। মাছের টুকরোগুলো মসলা দিয়ে ৫ মিনিটের জন্য মাখিয়ে রাখুন। এবার মাছগুলো হালকা বাদামি না হওয়া পর্যন্ত অল্প আঁচে ৩-৫ মিনিটের জন্য তেলে ভাজুন। 

পোলাও রান্নার জন্য প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে চাল উঠিয়ে রাখুন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুঁচি  দিন। এরপর গরম মসলাগুলো একে একে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার পাত্রে চাল  ঢেলে দিন। সঙ্গে পেঁয়াজ এবং আদা বাটা দিন। ৫ মিনিট হালকাভাবে চালটি নাড়তে থাকুন যেন মসলার স্বাদ পোলাওতে চলে আসে।

এবার পাত্রে গরম পানি দিয়ে ভালো ভাবে নেড়ে নিন। পানি হালকা ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে দিন। চাল আধাসিদ্ধ হলে তার ওপর ভাজামাছ এবং কাঁচামরিচ দিয়ে আর ১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। এ সময় পাত্র অবশ্যই ঢেকে রাখতে হবে।  

ব্যাস, তৈরি হয়ে গেল আপনার ইলিশ পোলাও। গরম গরম পরিবেশন করুন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫