আজহার মাহমুদ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
চারপাশে পানি আর পানি... কিন্তু পান করার মতো বিশুদ্ধ পানি নেই। তবে দূষিত পানিও বিশুদ্ধ করে পান উপযোগী করা যায়। বিশেষ করে বন্যাদুর্গত এলাকায় পানি বিশুদ্ধ করেই পান করতে হয়। পানি বিশুদ্ধকরণের উপায়গুলো হলো-
ফুটানো : পানি বিশুদ্ধ করার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে পানি ফুটিয়ে নেওয়া। এতে দূষিত পানির জীবাণু আগুনের তাপে ধ্বংস হয়ে যায়।
ফিটকিরি: একটি পানিভর্তি পানির পাত্রে ফিটকিরি মিশিয়ে দুই-তিন ঘণ্টা রেখে দিলে পানির মধ্যে থাকা জীবাণু তলানিতে গিয়ে জমা হয়। পানি তখন বিশুদ্ধ এবং পানের উপযোগী হয়।
ফিল্টার: পানি ফুটানোর মাধ্যমে ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব। তবে পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করা যেতে পারে। কিছু ফিল্টার জীবাণুর পাশাপাশি পানির দুর্গন্ধ দূর করতে সক্ষম।
ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং: বন্যাদুর্গত এলাকায় এই ট্যাবলেটের ব্যবহার বেশি হয়। প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এভাবে পরিশোধিত পানিতে কিছুটা গন্ধ থাকলেও সেটা পরিষ্কার স্থানে খোলা রাখলে বা পরিচ্ছন্ন কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া করলে গন্ধ বাতাসে মিশে যায়।
আয়োডিন ট্যাবলেট: এক লিটার পানিতে দুটি আয়োডিন ট্যাবলেট দিলে পানি বিশুদ্ধ হয়ে যায়। তবে পানি ও আয়োডিনের মাত্রায় ভারসাম্য ঠিক না থাকলে তা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এ ছাড়াও এই পদ্ধতিতে পানি বিশুদ্ধ করলে ২০ দিনের বেশি পান করা উচিত নয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh