Logo
×

Follow Us

ফুটবল

বার্সায় খেলবে রোনালদিনহোর ছেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৪

বার্সায় খেলবে রোনালদিনহোর ছেলে

রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোতে খেলা রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেসের সাথে চুক্তি করতে যাচ্ছে বার্সা। 

মূলত বার্সেলোনায় ট্রায়াল দিতে এসেছিলেন রোনালদিনহোর ছেলে জোয়াও। ওই ট্রায়ালে পাস করেছেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ড ও উইঙ্গে দারুণ খেলতে পারেন এই তরুণ। 

চুক্তি চূড়ান্ত হলে কাতালান ক্লাবটির ইয়ূথ টিমে খেলবেন রোনালদিনহোর ছেলে। বিষয়টি ব্রাজিলের সাবেক পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান তারকা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, বার্সেলোনা আমার জীবনের অংশ। আমি কখনই ক্লাবের বাইরে ছিলাম না। আমার ছেলে বার্সায় আসায় এখন এখানে আগের চেয়ে বেশি আসা হবে।’

ছেলের মধ্যে প্রতিভা দেখেও উচ্ছ্বসিত রোনালদিনহো। তার ছেলের বার্সায় ট্রায়াল দেওয়া ও ভালো করা উচ্ছ্বসিত হওয়ার মতো বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি। স্প্যানিশ পাসপোর্ট থাকায় তার স্পেনের কোন ক্লাবে খেলার ভালো সম্ভাবনা রয়েছে। তবে রনি স্বপ্ন দেখেন তার মতো ছেলেও বার্সার জার্সি পরতে পারবেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫