Logo
×

Follow Us

ফুটবল

ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলারকে উদ্ধারের খবরটি ভুয়া

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২

ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলারকে উদ্ধারের খবরটি ভুয়া

ক্রিস্টিয়ান আতসু। ছবি: সংগৃহীত

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর জীবিত উদ্ধার হওয়ার খবরটিকে ভুয়া বলে দাবি করেছেন এই খেলোয়াড়ের এজেন্ট নানা সেচের এবং তার ক্লাব হাতাইস্পোরের কোচ ভলকান ডেমিরেল।

এর আগে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ক্রিস্টিয়ান আতসুকে জীবিত উদ্ধারের খবরটি নিশ্চিত করেছিলেন দেশটিতে ঘানার রাষ্ট্রদূত ফ্রান্সিসকা আসিয়েতে অডুন্টন।

ক্রিস্টিয়ান আতসুর এজেন্ট নানা সেচের এবং তার ক্লাব হাতাইস্পোরের কোচ ভলকান ডেমিরেল বলছেন, আতসুর জীবিত উদ্ধার হওয়ার খবরটি সত্যি নয়। এখনো সবাই মিলে তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আতসুর পাশাপাশি নিখোঁজ থাকা ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর তানোস সাবুতকেও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

আতসুকে এখনো খুঁজে পাওয়া যায়নি দাবি করে তার এজেন্ট নানা সাচের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘যদিও আতসুর ক্লাব তাকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে। তবে আমরা এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।’

আতসুকে যে এখনো খুঁজে বের করার চেষ্টা চলছে তা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্রিস্টিয়ানকে খুঁজে বের করতে সম্ভাব্য সবকিছুই করছি। আপনারা বুঝতেই পারছেন, তার পরিবার কতটা ভয়াবহ সময় পার করছে। আরও তথ্য পেলে আমরা তা আপনাদের জানাব। এই কঠিন সময়ে তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।’

৩১ বছর বয়সী এই তারকার এজেন্টের পাশাপাশি তার ক্লাব হাতাইস্পোরের কোচ ভপলকান ডেমিরেলও দাবি করছেন, এখনো নিখোঁজ আতসু ও তানোস সাবুত। 

তুরস্কের সংবাদমাধ্যম স্পোর অ্যারেনাকে দেওয়া সাক্ষাৎকারে হাতাইস্পোরের কোচ বলেন, ‘তারা যদি হাসপাতালেই থাকতো, আপনাদের মনে হয় না আমি জানতাম? নিশ্চিত ধরে নিবেন না যে তিনি বেঁচে আছেন। এটা লেখাই উচিত না যে সে বেঁচে আছে।’

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছিল, ভূমিকম্পের দিন গত সোমবার (৬ ফেব্রুয়ারি) হাতাইয়ের আন্তাকিয়ার একটি বহুতল হোটেলে ছিলেন আতসু। ভূমিকম্পে সেই ভবনটি বিধ্বস্ত হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। 

পরে গার্ডিয়ান ও পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা তার জীবিত উদ্ধারের খবর দেয়। এখন ওই খেলোয়াড়ের এজেন্ট ও ক্লাবের কোচ খবরটি সত্য ছিল না বলে দাবি করছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে পোর্তো থেকে চেলসিতে যোগ দেন আতসু। এরপর অবশ্য ধারে এভারটন ও বোর্নমাউথে খেলেন তিনি। ২০১৭ সালে স্থায়ীভাবে নিউক্যাসলে যোগ দিয়ে ২০২১ সাল পর্যন্ত ম্যাগপাইদের হয়ে মাঠ মাতান তিনি। গত গ্রীষ্মে তুরস্কের লিগের দল হাতায়স্পোরে পাড়ি দেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫