Logo
×

Follow Us

ফুটবল

মেসির গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১৩:৫৩

মেসির গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসি।

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। ৫ ম্যাচে আট গোল করেছেন আর্জেন্টাইন এ সুপার স্টার। আজ শনিবার (১২ আগস্ট) শার্লট এফসির বিপক্ষে  ৪-০ ব্যবধানে  জয় পাওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেছেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা। এই জয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে মায়ামি।

ম্যাচের ৮৬তম মিনিটে মিয়ামির হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন মেসি। যা নিয়মিত জয়ের স্বাদ এনে দেয় জেরার্ডো মার্টিনোর দলকে। এখন শেষ চারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লড়তে উত্তরে যাত্রা করবে মায়ামি। মেক্সিকান ক্লাব কুয়েরেতারোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফিলাডেলফিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫