Logo
×

Follow Us

ফুটবল

ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়নে পা রাখলেন রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১৩:৩৩

ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়নে পা রাখলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে পর্তুগিজ সুপরস্টারের ফলোয়ারের সংখ্যা এখন ৬০০ মিলিয়ন। 

পর্তুগিজ ফরোয়ার্ড বিশ্বের প্রথম ব্যক্তি, যার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি। রোনালদো ২০২২ সালের নভেম্বরে ৫০০ মিলিয়ন ফলোয়ারে পৌঁছেছিলেন এবং তিনি গত বছরের ফেব্রুয়ারিতে ৪০০ মিলিয়নে পা রাখেন। এর আগে ২০২১ সালের জুন মাসে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তার ফলোয়াড় সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছুঁয়েছিলো।

অন্যদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে থাকেন আর্জেন্টিনার অধিনায়ক। সারা বিশ্বের তারকাদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো ও মেসি। তারা গায়িকা সেলেনা গোমেজ, টেলিভিশনের তারকা কাইলি জেনার, হলিউড অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েন জনসনকে পিছনে ফেলেছেন।

গত মাসেই ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট নির্বাচিত হন রোনালদো। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচ কিউ জানিয়েছে, রোনালদো ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকা নির্বাচিত হয়েছেন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন তিনি।

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা সেরা ২০ জন তারকার মধ্যে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার হিসেবে এমবাপ্পের চেয়ে অনেক এগিয়ে নেইমার। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে এমবাপ্পের দ্বিগুণ আয় করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫