Logo
×

Follow Us

ফুটবল

৩৬ ম্যাচ পর রিয়ালের হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:২৪

৩৬ ম্যাচ পর রিয়ালের হার

দুর্বল লিলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে হেরেছে। ফরাসি ক্লাব লিলের মাঠে নেমে রিয়াল মাদ্রিদ হার ১-০ ব্যবধানে। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।

গত সপ্তাহে পেশির ইনজুরিতে পড়ায় কার্লো আনচেলত্তি শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পেকে রাখেননি। মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ষষ্ঠ মিনিটে নিচু শটে প্রথম সুযোগ পেয়েছিলেন। গতি ধরে রেখে অতিথিরা খেলতে থাকে। দ্বিতীয় সুযোগ মেলে কিছুক্ষণ পর যখন এন্দ্রিকের খুব কাছ থেকে নেয়া শট লুকাস শেভালিয়ের ব্লক করেন।

২৬ মিনিটে লিল প্রথম গোলের বেশ কাছে ছিল। আন্দ্রি লুনিন চমৎকার ডাবল সেভে রিয়ালকে বাঁচান। প্রথমবার ডেভিডের হেড ফিরিয়ে দেয়ার পর কানাডিয়ানের পরবর্তী শট রুখে দেন রিয়াল কিপার।

বিরতির ঠিক আগে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কানাডার ফরোয়ার্ড ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিল।

আক্রমণে ধার বাড়াতে ৬১তম মিনিটে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জায়গায় চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এবং এন্দ্রিককে তুলে লুকা মদ্রিচকে নামান রিয়াল কোচ। কিন্তু কেউই পারেননি নিজেকে মেলে ধরতে। ৭০তম মিনিটের পর থেকে এক গোলের লিড ধরে রাখার উদ্দেশ্যে কিছুটা রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় লিল। ফলে স্বাভাবিকভাবেই আরও আক্রমণাত্মক হয়ে উঠতে থাকে রিয়াল।

৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিউসের বাড়ানো ক্রসে মাথা লাগিয়েও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন দানি কারভাহাল। ৮৫তম মিনিটে ভিনি-বেলিংহ্যামের আরও একটি প্রচেষ্টা লিলের রক্ষণে নিষ্ক্রিয় হয়ে যায়। পরের দুই মিনিটে দুটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়ে রিয়ালকে হতাশ করেন লিল গোলরক্ষক শেভালিয়ে। ম্যাচজুড়ে ওই দুটি শটই রিয়ালের গোলের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা ছিল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুম থেকে অপরাজিত থাকার পর চলতি মৌসুমের দ্বিতীয় রাউন্ডে এসে অবশেষে হারল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

উল্লেখ্য, বুধবার রাতের লিলের বিপক্ষে হারের ফলে আরও একটি দুর্দান্ত যাত্রা থামল লস ব্ল্যাঙ্কোসদের। ইউরোপ সেরার প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল। এই ১৪ ম্যাচের ১০টিতে জয় বাকি চারটিতে ড্র করেছিল তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অজেয় থাকার পর হারের তোতো স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫