
ওয়েইন রুনি। ছবি: সংগৃহীত
প্লাইমাউথ আরগিলের কোচ হিসেবে সাত মাসের বেশি টিকতে পারলেন না ওয়েইন রুনি। বছর শুরুর আগে চাকরি গেল তাঁর। চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে পারস্পরিক সমঝেোতায় চুক্তি থেকে আগেভাগে বেরিয়ে গেলেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড।
গত মে মাসে প্লাইমাউথের দায়িত্ব নিয়েছিলেন রুনি। তবে ক্লাবটির ভাগ্য ফেরাতে পারেননি। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে প্লাইমাউথ একেবারে তলানিতে। ২৪ দলের চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচ শেষে ক্লাবটির পয়েন্ট ১৮। তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় থাকা প্লাইমাউথ আজ সন্ধ্যায় নিজেদের মাঠে মুখোমুখি হবে ব্রিস্টল সিটির। তবে ডাগআউটে থাকবেন না রুনি।
গত রাতে বিবিসি ও ইউরোস্পোর্ট জানায়, রুনি আর থাকছেন না প্লাইমাউথে। ৩৯ বছর বয়সী কোচের অধীনে ক্লাবটি জিতেছে মাত্র ৪ ম্যাচ, হেরেছে ১৩টি। ধারাবাহিক ব্যর্থতার কারণে চাকরি ছাড়তে হলো রুনিকে। এর আগে গত জানুয়ারিতে বার্মিংহাম সিটির প্রধান কোচের পদ থেকেও বরখাস্ত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি।
প্লাইমাউথেরে সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন রুনি। স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ নিল ডিওসনিপের। গত রোববার অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারে প্লাইমাউথ। এর আগের ম্যাচে বিধ্বস্ত হয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটির হাতে। এরপর এমন টানা হারে থাকা আর রুনির ওপর আস্থা রাখতে পারল না প্লাইমাউথ কর্তৃপক্ষ। পারস্পরিক সমঝোতায় গত রাতে চাকরি ছাড়েন রুনি।
নিজেদেরে অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে সেই খবরটি দিয়েছে প্লাইমাউথ। রুনির এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ’আরগিল ও রুনির মধ্যে পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ ঘটল।’