Logo
×

Follow Us

ফুটবল

আবাহনীর বিপক্ষে ৬ ম্যাচ পর হেরে বিদায়ের শঙ্কায় মোহামেডান

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

আবাহনীর বিপক্ষে ৬ ম্যাচ পর হেরে বিদায়ের শঙ্কায় মোহামেডান

গোলের পর সতীর্থের সঙ্গে ইব্রাহিমের জার্সি খোলা উদ্‌যাপন। ছবি: ফেসবুক/আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে দারুণ ছন্দে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তবে ফেডারেশন কাপে উল্টো চিত্র। বাদ পড়ার শঙ্কায় আলফাজ আহমেদের শিষ্যরা। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে এক জয়। টিকে থাকতে হলে আজ জিততেই হতো মোহামেডানকে। কিন্তু বাঁচামরার ম্যাচে কুমিল্লায় ঢাকায় ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকার বিপক্ষে ১-০ গোলে হেরেছে সাদাকালোরা। শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে ৭৪ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।

বছর দেড়েক আগে এই মাঠে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর ট্রাইবেকারে জিতে শিরোপা উৎসব করেছিল মোহামেডান। তবে এবার সেই স্মৃতির পুনরাবৃত্তি করতে পারেনি দেশের ঐতিহ্যবাহী দলটি। 

এই জয়ে একটি অপেক্ষাও ঘুচল আবাহনীর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচ পর মোহামেডানকে হারাল আকাশী-নীলরা। হারলেও অবশ্য কাগজে কলমে এখনো মোহামেডানের আশা টিকে আছে। গ্রুপ পর্বে তাদের বাকি আছে ১ ম্যাচ। তবে নাটকীয় কিছু না ঘটলে সেমিফাইনালের আশা হয়তো এখানেই শেষ আলফাজের শিষ্যদের। 

৩ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারের আশা দেখছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও আবাহনী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫