Logo
×

Follow Us

ফুটবল

বাটলারের দলে ফিরছেন ‘বিদ্রোহী’ পাঁচ নারী ফুটবলার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৪:২৫

বাটলারের দলে ফিরছেন ‘বিদ্রোহী’ পাঁচ নারী ফুটবলার

ভুটানে খেলতে যাওয়া নারী ফুটবলাররা। ছবি : বাফুফে

বাংলাদেশ নারী ফুটবলে দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে শেষ পর্যন্ত মিলনের পথে হাঁটলেন কোচ পিটার বাটলার। ভুটানের লিগে খেলতে যাওয়া এবং ‘বিদ্রোহী’ তকমা পাওয়া পাঁচ তারকা ফুটবলারকে ফের দলে টানতে যাচ্ছেন এই ইংলিশ কোচ।

ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমাকে দলে রাখছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে একটি ঘনিষ্ঠ সূত্র।

এই পাঁচজনই গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর কোচ বাটলারের বিরুদ্ধে মুখ খোলা ১৮ ফুটবলারের অন্যতম ছিলেন। তারা অভিযোগ করেছিলেন, কোচের আচরণে অপেশাদারিত্ব ও দল ভাঙনের চিত্র। এরপর থেকেই জাতীয় দলের অনুশীলন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন তারা।

তবে বাফুফের কূটনৈতিক তৎপরতা, একাধিক বৈঠক ও অভ্যন্তরীণ সমঝোতার ফলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। চলমান ভুটান লিগ আপাতত স্থগিত থাকায় এই পাঁচজনের জাতীয় দলে ফেরা নিয়ে আর কোনো বাধা নেই। এবার তাদের ফেরাতে একপ্রকার নিজেই আগ্রহ দেখিয়েছেন কোচ বাটলার।

আগামী ৩১ মে জর্ডানে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক জর্ডান। এরপর ৩ জুন লড়বে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এ দুটি ম্যাচের মধ্য দিয়ে জুনে শুরু হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি চূড়ান্ত করতে চায় বাফুফে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে।

এদিকে যারা ভুটানে গিয়েছিলেন তাদের মধ্যে আরও রয়েছেন সানজিদা খাতুন, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া। তবে আপাতত শুধু পাঁচ ফুটবলারকে ফিরিয়ে এনে দল গোছাতে চান বাটলার।

বিদ্রোহ আর বিতর্কের ধুলো সরিয়ে জাতীয় দলের নতুন অধ্যায় শুরু হচ্ছে এই পাঁচ ফুটবলারের ফেরার মধ্য দিয়ে। দেখা যাক, মাঠে এবার কতটা রঙ ছড়াতে পারেন তারা।




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫