‘ঘরোয়া ট্রেবল’ জিতে রাজপথে বার্সা, কাতালানে উৎসবের জোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:৩৫
-6828587f41f81.jpg)
ছাদখোলা বাসে কাতালানদের শিরোপা উদযাপন। ছবি : এএফপি
রাফিনহা, পেদ্রি, ইয়ামালরা হাত নেড়ে জানান দিচ্ছিলেন, ‘‘আমরা পেরেছি!’’ আর সমর্থকরা যেন প্রতিধ্বনি তুলছিল, ‘‘তোমরাই আমাদের গর্ব’’। লা-লিগা, কোপা ডেল রে আর সুপার কাপ—স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ তিন শিরোপা এবার কাতালানদের ঘরে।
বার্সেলোনার এই উদযাপন শুধুই এক মৌসুমের ট্রফি জয়ের আনন্দ নয়—এ যেন ফিরে আসার এক বার্তা, ফুটবল রাজত্বে আবারও নিজের নাম লেখানোর প্রত্যয়।
আর শুরুটা হলো সেই ছাদখোলা বাসেই, যেখানে শুধু ট্রফি নয়, ভাসছিল আবেগ, ভালোবাসা আর একটা ক্লাবকে ঘিরে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষা।
দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে লা লিগা শিরোপা নিশ্চিতের পরপরই বড় আকারে উদযাপনের প্রস্তুতি নেয় বার্সা। তারই অংশ হিসেবে ছাদখোলা বাসে উদযাপন ইয়ামালদের।
এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে ঘুরেছে। এই সময়ে হাজারো বার্সা সমর্থক নেচে গেয়ে ট্রেবল জয় উদযাপন করে। বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেন বার্সা ফুটবলার, কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা।
এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে দল। আগামী মৌসুমে বার্সা কেবল শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে না, নামবে আরও বড় কিছু প্রমাণের মিশনে।
ট্রেবলের এই উৎসব, ছাদখোলা বাসের সেই মুহূর্তগুলো থাকবে স্মৃতিতে—একটা দল, যারা শুধু জয় পায়নি, বরং ঘুরে দাঁড়ানোর সাহস দেখিয়েছে।