Logo
×

Follow Us

ফুটবল

রোনালদোর রেকর্ড গড়ার দিনে জুভেন্টাসের জয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১০:৫৫

রোনালদোর রেকর্ড গড়ার দিনে জুভেন্টাসের জয়

বয়স বেড়ে গেছে, আগের মতো ধার নেই, গতি কমে গেছে- এমন অজস্র সমালোচনায় প্রতিদিনই বিদ্ধ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠেই সমালোচকদের জবাব দেন পর্তুগিজ ফুটবল সম্রাট। গতকাল রাতেই ভেঙেছেন ৬০ বছরের পুরনো এক রেকর্ড। ৬০ বছর পর জুভেন্টাসের কোনো ফুটবলার এক মৌসুমে ২৫ গোল করলেন। আর তার দল জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।

শনিবার ডার্বি ম্যাচে তুরিনোর বিপক্ষে দর্শনীয় ফ্রি-কিকে গোল করে এই কীর্তি গড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ৪৩ বারের চেষ্টায় জুভেন্টাসের হয়ে ফ্রি-কিক থেকে গোলের দেখা পেলেন তিনি।

ইতালিতে নিজের প্রথম মৌসুমে করেছিলেন ২১ গোল। এবার ইতোমধ্যেই ২৫ গোল করে ফেলেছেন। ১৯৬০-৬১ মৌসুমে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২৫ গোল করার রেকর্ড গড়েছিলেন ওমর সিভোরি। এরপর আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো ব্যাজিও এবং মিচেল প্লাতিনির মতো কিংবদিন্তরাও পারেননি। ৬০ বছর পর সেই রেকর্ডে নিজের নাম জড়িয়ে নিলেন রোনালদো।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই ম্যাচে নামে জুভেন্টাস। ম্যাচের ৩ মিনিটেই কুয়াদ্রাদোর অ্যাসিস্টে পাওলো দিবালা গোল করেন। এর ২৫ মিনিট পর স্কোরশিটে নাম লেখান কুয়াদ্রাদো। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ডি বক্সের ভেতরে হ্যান্ড বল করে বসেন ডাচ ডিফেন্ডার ডি লিট। স্পট কিক থেকে গোল করেন আন্দ্রে বেলোত্তি। 

ম্যাচের ৬০ মিনিটে দানিলোর শট ডি বক্সের বাইরে বাম পাশে হাত দিয়ে বল ঠেকালে ফ্রি কিক পায় জুভেন্টাস। সেখান থেকেই দুর্দান্ত শটে গোল করেন রোনালদো। শেষ দিকে এসে ম্যাচের ৮৭ মিনিটে কফফি দিদির আত্মঘাতী গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস, অন্যদিকে ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ল্যাজিও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫