Logo
×

Follow Us

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে কোন দল কোন গ্রুপে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১২:৫৭

চ্যাম্পিয়নস লিগে কোন দল কোন গ্রুপে

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সুইজারল্যান্ডের জেনেভায় এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

'এ' থেকে 'এইচ' পর্যন্ত ৮ গ্রুপে খেলবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। প্রতিটি গ্রুপে ৪টি করে দল।

এতে দেখা গেছে, একই গ্রুপে পড়েছে দুই হেভিওয়েট বার্সেলোনা ও জুভেন্টাস। এর মানে গ্রুপ পর্বে মাঠের লড়াইয়ে মুখোমুখি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখের গ্রুপে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও অস্ট্রিয়ার সালজবুর্গ। সে হিসাবে গ্রুপপর্বেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি অ্যাথলেটিকো।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মোকাবেলা করবে আয়াক্স। আর ২০২০-এর ফাইনালিস্ট পিএসজির সামনে সুযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রতিশোধ নেয়ার।

আগামী ২০ অক্টোবর থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচগুলো শুরু হবে । ছয় রাউন্ডের সব ম্যাচ শেষ হবে আট সপ্তাহে।

এক নজরে জেনে নিই এবারের চ্যাম্পিয়নস লিগে কোন দল কোনগ্রুপে পড়েছে -

এ-গ্রুপ: বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, এফসি সালজবুর্গ, লোকোমোতিভ মস্কো

বি-গ্রুপ: রিয়াল মাদ্রিদ, শাখতার দনেৎস্ক, ইন্টার মিলান, বরুশিয়া ময়েনচেনগ্লাডবাখ

সি-গ্রুপ: পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্শেই

ডি-গ্রুপ: লিভারপুল, আয়াক্স আতালান্তা, মিডজিল্যান্ড

ই-গ্রুপ: সেভিয়া, চেলসি ক্রাসনোদার, রেঁনে

এফ-গ্রুপ: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড ল্যাজিও, ক্লাব ব্রুগো

জি-গ্রুপ: জুভেন্টাস, বার্সেলোনা ডায়নামো কিয়েভ, ফেরেঙ্কভারোস

এইচ-গ্রুপ: পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিপজিগ, ইস্তাম্বুল বাসাকসেহির


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫