Logo
×

Follow Us

ফুটবল

ক্ল্যাসিকোতে গোল করে ইতিহাস গড়লেন ফাতি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ২১:১১

ক্ল্যাসিকোতে গোল করে ইতিহাস গড়লেন ফাতি

ইতোমধ্যেই ফুটবল বিশ্বে বিস্ময় বালকের তকমা পেয়েছেন বার্সেলোনার কিশোর ফরওয়ার্ড আনসু ফাতি। একের পর এক গোল করে জয় করেছেন সমর্থকদের হৃদয়। গত মৌসুমে বার্সার জার্সিতে লা লিগায় অভিষেক হলেও এল ক্ল্যাসিকোতে খেলা হয়নি তার। শনিবার রাতে নু ক্যাম্পে খেলতে নেমে ম্যাচের অষ্টম মিনিটে সমতাসূচক গোল করেন ফাতি। আর এতেই এল ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৭ বছর ৩৫৯ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড করেছেন আফ্রিকান বংশোদ্ভূত এই কিশোর। এর আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের (১৯ বছর ২৩৩ দিন)।

এরই মধ্যে বার্সার হয়ে লা লিগায় সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি। শুধু তাই নয়, স্পেন জাতীয় দলের হয়ে দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন ফাতি। শুধু তাই নয়, লা লিগায় সর্বকনিষ্ঠ হিসেবে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫