Logo
×

Follow Us

ফুটবল

লিভার ক্যান্সারে আক্রান্ত বাদল রায়, অবস্থার অবনতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১৫:২৬

লিভার ক্যান্সারে আক্রান্ত বাদল রায়, অবস্থার অবনতি

করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। সেই জটিলতা কাটিয়েও উঠেছিলেন দেশের তারকা ফুটবলার বাদল রায়। তবে এবার দিলেন ভয়াবহ দুঃসংবাদ। লিভার ক্যান্সার জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার। 

সোমবার (১৬ নভেম্বর) স্কয়ার হাসপাতাল থেকে বাদল রায়কে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চলছে।

কান্নাভেজা কণ্ঠে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেন, ‘বাদল ভাল নেই! অসুখ ছড়িয়ে পড়েছে সারাদেহে। সবাইকে বলবেন প্রার্থনা করতে। যেন এবারো লড়াই জিতে ফিরে আসে সে।’

জানা গেছে, লিভার ক্যান্সার শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্রমশ ছড়িয়ে পড়ছে। আর তাই বায়োপসি করাও সম্ভব হচ্ছে না। শরীরের যে অর্গানগুলো এখনো অক্ষত আছে, চিকিৎসকরা সেটাকে ক্যান্সার সংক্রমণ থেকে রক্ষা করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

কঠিন ব্যাধি শরীরকে যন্ত্রণায় কাহিল করে ফেললেও বাদল রায় ঠিকই লড়াই করে চলেছেন। চোখ খুলে প্রিয়জনকে কাছে দেখলে কি যেন বলতে চান। পিছিয়ে পড়েও ফুটবল মাঠে অনেক ম্যাচ জিতেছেন বাদল রায়। তেমন আরেকটা লড়াই এবার নিজের জন্যই জিততে চান দেশসেরা এই ফুটবলার।

তবে এখন জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণ থেকে ফিরে আসতে তার অনেক প্রার্থনা প্রয়োজন। বাদল রায়ের সহধর্মিনী মাধুরী সেই প্রার্থনারই আহ্বান করেছেন।

এদিকে, বাবার স্বাস্থ্যেও সর্বশেষ অবস্থা শুনে অস্ট্রেলিয়া থেকে বাদল রায়ের মেয়ে এই করোনাকালে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে এসেছেন। ডাক্তার মেয়ে বাবার দেখাশোনা করছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫