Logo
×

Follow Us

ফুটবল

চীনের মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের চুক্তি বাতিল গ্রিজমানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮

চীনের মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের চুক্তি বাতিল গ্রিজমানের

চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুরদের নিয়ন্ত্রণ করতে গোপনে ‘উইঘুর অ্যালার্ট’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে চীনা মোবাইল কোম্পানি হুয়াওয়ে। 

সম্প্রতি এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ব্যাপারটি। আর এটা জানাজানি হওয়ার পরই উইঘুরদের সমর্থনে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান।

মূলত উইঘুরদের চিহ্নিত করতে এ সফটওয়্যার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে হুয়াওয়ে। যা সাহায্য করবে চীনের পুলিশ বিভাগকে। অনিয়ন্ত্রিত জন্মহার ঠেকাতেই চীনের এ পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ। তবে তাদের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহল থেকে। তবে বিষয়টি ভালো লাগেনি গ্রিজমানের। যে কারণে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সঙ্গে স্পন্সরশীপ চুক্তি বাতিল করেন ২৯ বছর বয়সী এ তারকা।

প্রতিবাদে ইনস্টগ্রামে বিবৃতি দিয়ে গ্রিজমান বলেছেন, ‘হুয়াওয়ের বিরুদ্ধে উইঘুর অ্যালার্ট নামে মুখ দেখে চেনা যায় এমন সফটওয়্যারের উন্নতিতে সাহায্য করার দৃঢ় সন্দেহের পর তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই হুয়াওয়ে শুধু জড়িত থাকার বিষয়টি অস্বীকার না করে গণ নিপীড়নের নিন্দা জানিয়ে যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি সমাজের পুরুষ ও নারীদের অধিকার সমুন্নত রাখতে এর প্রভাবকে ব্যবহার করুক।’

হুয়াওয়ের বিরুদ্ধে আনা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তাদের এক মুখপাত্র। অভিযোগটি সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ এবং প্রতিষ্ঠানের নীতি-নৈতিকতার মধ্যে কোনো জাতির প্রতি বৈষম্যমূলক মনোভাব নেই বলে জানান সে মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে হুয়াওয়ের বৈশ্বিক দূত কাজ করে আসছিলেন গ্রিজমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫