Logo
×

Follow Us

ফুটবল

ঢাকায় আসছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭

ঢাকায় আসছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের’ এবারের আসর উৎসর্গ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ২০২০ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ। আর জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হতে যাওয়া মুজিববর্ষেই বাংলাদেশ আসবেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। 

তবে ঠিক কবে বাংলাদেশে আসবেন তা জানাননি বাফুফে সভাপতি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সময় দিতে পারবেন তখনই ম্যারাডোনা আসবেন বাংলাদেশে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫