Logo
×

Follow Us

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ

জিতেও চেলসির বিদায়, সেমিতে রিয়াল

Icon

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১০:১৭

জিতেও চেলসির বিদায়, সেমিতে রিয়াল

সেমিতে রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

প্রথম পর্বে চেলসির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়ে বেশ স্বস্তিতেই ছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসির সামনে যেন দাঁড়াতেই পারেনি অল হোয়াইটসরা। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে একটা মুহূর্তে মনে হয়েছিল, চেলসি রূপকথার গল্প বাস্তবে রূপায়ন করে ফেলবে। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তাদের। জিতেও বিদায় নিতে হলো চেলসিকে।

সেমিফাইনালের টিকিট কাটতে হলে রিয়াল মাদ্রিদের মাঠে রূপকথা লিখতে হতো চেলসিকে। রিয়ালের মাঠে তাদের জয়ের ব্যবধান থাকতে হতো ৩-০ গোলের। সেই রূপকথারই যেন জন্ম দিয়ে যাচ্ছিল তারা। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানেই এগিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

কিন্তু গতকাল ভাগ্যের কাছেই হেরে গেছে চেলসি। ৮০তম মিনিটে এসে গোল হজম করে বসলো চেলসি। গোল গড় সমান হয়ে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়ালের পক্ষ নেয় ভাগ্য। করিম বেনজেমা ৯৬তম মিনিটে একটি গোল করার পর নিজেদের ডিফেন্স পুরোপুরি ‘তালা মেরে দেয়’ স্বাগতিকরা।

৯৬তম মিনিটে করিম বেনজেমা গোল করেন। ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত খেলার ফল ২-৩। অর্থাৎ রিয়াল হারলো ২-৩ ব্যবধানে। কিন্তু জিতেও চেলসিকে বিদায় নিতে হলো। দুই পর্ব মিলিয়ে রিয়াল-চেলসির গোল গড় দাঁড়ায় ৫-৪। সেমিতে জায়গা নিশ্চিত করে নেয় রিয়াল মাদ্রিদ। 

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় চেলসি। গোল করেন তরুণ ব্লুজ তারকা ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। ৭৫তম মিনিটে আবারও স্বাগতিকদের স্তব্ধ করে দেন জার্মান তারকা টিমো ওয়ার্নার। দলকে নিয়ে যান সেমির পথে।

চেলসি তখন সেমিফাইনাল থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে দাঁড়িয়ে। এমন সময় বদলি হিসেবে মাঠে নেমে গোল করে বসেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। এই এক গোলেই আশা ফিরে পায় রিয়াল মাদ্রিদ।

হতাশায় মুষড়ে পড়েছেন চেলসির খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

দুই পর্ব মিলিয়ে ৪-৪ গোলের সমতায় দাঁড়ায়। অ্যাওয়ে গোলেও দুই দল সমান সমান। ফলে বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৬ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে সেমিতে নিয়ে যান করিম বেনজেমা।

শেষ চারে রিয়াল মাদ্রিদ ম্যানসিটি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষ খেলবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫