
সেভিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর রিয়াল মাদ্রিদের উল্লাস। ছবি: রয়টার্স
লা লিগায় প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে প্রথম হাফে দুই গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় হাফে তিন গোল পরিশোধ করে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) রাতে রামন সানচেজ পিজজুয়ানেতে সেভিয়াকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২১তম মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন সাবেক বার্সা তারকা ইভান রাকিতিচ। এর চার মিনিট পর আবারো গোল হজম করে রিয়াল। দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। এরপর প্রথম হাফে গোল করার জন্য বেশ কিছু চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় যায় রিয়াল।
দ্বিতীয় হাফে ম্যাচের দৃশ্যপটই বদলে যায়। একে একে তিন গোল করে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ৫০তম মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল শোধ করেন রদ্রিগো গোয়েস। এরপর ৮২তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান নাচো ফার্নান্দেজ। আর অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা ও এই মৌসুমে রিয়ালের নায়ক করিম বেনজেমা।
এ জয়ের মধ্য দিয়ে লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান বাড়াল ১৫-তে।
এ জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরো শক্ত করেছে রিয়াল। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।