প্রিমিয়ার লিগ
শিরোপা জয়ের দৌড়ে সিটির পরেই লিভারপুল

খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১০:২০

গতকাল রবিবার (২৪ এপ্রিল) এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ছবি: দ্যা গার্ডিয়ান
এক ম্যাচে পয়েন্ট হারালেই লিগ শিরোপা জয়ের সম্ভাবনা মলিন হয়ে যাবে লিভারপুলের। তবে গতকাল রবিবার (২৪ এপ্রিল) এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে রয়েছে অররেডরা।
গতকাল রবিবার এনফিল্ডে এভারটনের মুখোমুখি হয় লিভারপুল।
এ জয়ে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রাখল লিভারপুল। লিভারপুলের সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা নিশ্চিত করতে শেষ পাঁচ ম্যাচ জিতলেই চলবে সিটির। তবে এক ম্যাচে পয়েন্ট হারালে আর লিভারপুল সব ম্যাচ জিতলে লিগ শিরোপা হাত ছাড়া হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি সালাহ-মানেরা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে দ্রুত গোল আদায় করে নেয়। ৬২ মিনিটে আন্দ্রে রবার্তসনের গোলে স্বস্তি ফিরে লিভারপুল ডাগ আউটে।
৮৫ মিনিটে ওরিগির গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। রবার্তসনের কর্নার বক্সের সামনে থেকে হেন্ডারসন হাওয়ায় তুলে দিলে বাইসাইকেল কিক নেন দিয়াজ, ঠিকঠাক শট না হওয়ায় সামনে বাউন্স খেয়ে গোলমুখের দিকে গেলে হেডে জাল খুঁজে নেন ওরিগি। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। এভারটন পারেনি ব্যবধান কমাতে।
৩২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে এভারটন।