
ক্রোয়েশিয়ান মডেল ইভানা নোল। ছবি: সংগৃহীত
গত মাসে কাতারে পর্দা ওঠে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। ‘অঘটনের’ এই বিশ্বকাপে সবার নজর কেড়েছেন একজন নারী। তিনি হচ্ছেন ইভানা নোল। এতটাই পরিচিতি পেয়েছেন তিনি তাই তাকে ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’ বলা হচ্ছে।
ক্রোয়েশিয়ার এই মডেলকে দলের প্রতিটি খেলায় গ্যালারিতে দেখা গেছে। নিজের সৌন্দর্যের জন্য ইভানা পরিচিতি পেলেও মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে গেছে তার দল।
লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া। এরপর আর্জেন্টিনার ওপর ব্যাপক চটেছেন তিনি। সেই ক্ষোভ গোপনও করেননি ইভানা। আর্জেন্টিনা কোনো ভালো দল নয় বলেও মন্তব্য করেন তিনি।
টিইউডিএন’র প্রকাশিত একটি ভিডিওতে এই মডেলকে বলতে শোনা যায়, আমি মনে করি না আর্জেন্টিনা খুব ভালো একটি দল। আমাদের আজকের দিনটা ভালো ছিল না, এটুকুই।
কাতার বিশ্বকাপে গ্যালারিতে হাজির হওয়ায় ইভানার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠেছে। ইতোমধ্যেই ইন্সটাগ্রামে ২০ লাখের বেশি অনুসারী হয়েছে তার। দলের স্বপ্নভঙ্গ হলেও বিশ্বজুড়ে তার লাখ অনুসারী ঠিকই তার পোস্টের আপডেটের অপেক্ষায় থাকবে।