Logo
×

Follow Us

খেলাধুলা

ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ২২:০১

ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর

আগামী ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হবে দেশের ফুটবলের নতুন মৌসুম। আর আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে দলবদল, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পেশাদার লিগ কমিটির প্রথম বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন মৌসুমের জন্য চুক্তির ৩৫ শতাংশ পারিশ্রমিক পাবেন ফুটবলাররা। এই বৈঠকে ১৩ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ফুটবলাররা সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। আমরা বাস্তবসম্মতভাবে সবকিছু বিবেচনা করে প্রেক্ষাপট মাথায় রেখে পারিশ্রমিক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছি। বাতিল লিগের যত বকেয়া ছিল তা পুরো দিয়ে নতুন মৌসুমে চুক্তির ৩৫ শতাংশ দিতে হবে ক্লাবদের। তারা সবাই এই প্রস্তাবে রাজি হয়েছে।

প্রিমিয়ার লিগের ভেন্যু নিয়ে আব্দুস সালাম মুর্শেদী বলেন, সবকিছু বিবেচনায় রেখে আমরা আলোচনা করে গাজীপুর, কুমিল্লা, আর্মি স্টেডিয়াম, নরসিংদী, বিকেএসপি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঠিক করেছি। রাতে থাকতে হবে এমন কোনো ভেন্যুতে যাব না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫