Logo
×

Follow Us

খেলাধুলা

নভেম্বরে মাঠে ফিরছে দেশের ফুটবল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১৭:৪২

 নভেম্বরে মাঠে ফিরছে দেশের ফুটবল

বাংলাদেশের সাথে আগামী মাসে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে হিমালয়ের দেশ নেপাল।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘরের মাঠে খেলতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কাছে প্রস্তাব পাঠিয়ে ছিলো বাফুফে।

এএনএফএ জানিয়েছে, অনুশীলনের জন্য তারা নেপাল সরকারের কাছে অনুমতি চেয়েছে। দুই দেশের ফুটবল সংস্থা একযোগে দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ শুরু করতে চলছে।

চলতি সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টিন, আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন, অনুশীলনের ভেন্যুসহ সব কিছু নিয়ে বিষদ আলোচনা করবে বাফুফে-এএনএফএ।

দুই দিনের মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে বিস্তারিত জানানো হবে বাফুফের পক্ষ থেকে।

আগামী নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ জানুয়ারিতে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। ২৩ জানুয়ারি বুরুন্দির বিপক্ষে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটির ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নামার কথা থাকলেও করোনার কারণে দুই দফা পিছিয়ে সেগুলো আগামী বছরে নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫