Logo
×

Follow Us

খেলাধুলা

বাফুফে সভাপতি সালাউদ্দিন করোনায় আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১৩:১৯

বাফুফে সভাপতি সালাউদ্দিন করোনায় আক্রান্ত

কাজী সালাউদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। 

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত কয়েক দিন যাবৎ কাশির সাথে কাজী সালাউদ্দিনের ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দেয়। সন্দেহ হলে গত মঙ্গলবার পরীক্ষা করান তিনি। পরদিন গতকাল বুধবার (২৫ নভেম্বর) কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তার। 

আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার সেখানে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। 

কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫