Logo
×

Follow Us

খেলাধুলা

নিজেদের ভুলে দশম মিনিটেই পিছিয়ে পিএসজি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:৪১

নিজেদের ভুলে দশম মিনিটেই পিছিয়ে পিএসজি

শেষ রক্ষা হলো না নেইমারদের। জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত বোর্দোর বিপক্ষে পয়েন্ট হারাল ফরাসি চ্যাম্পিয়ানেরা।

স্থানীয় সময় গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচে বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র করে পিএসজি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন ইয়াসিন আদলি। আর পিএসজির হয়ে দুই গোল করেন নেইমার ও মোইজে কিন।

এদিন নিজেদের ভুলে দশম মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। প্রতিপক্ষের কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন তিমোথি পেম্বেলে।

২৭ মিনিটে সফল স্পট-কিকে পিএসজিকে সমতা ফেরান নেইমার। প্রকিপক্ষের ডি-বক্সে ব্রাজিল ফরোয়ার্ড ফাউল হলে পেনাল্টি দেন রেফারি। ওই সুযোগে লিগ ওয়ানে নিজের ৫০তম গোল আদায় করে নেন নেইমার।

এক মিনিট বাদে আবারো গোলের দেখা পেয়ে যায় পিএসজি। অবশ্য এবারো অবদান রাখেন নেইমার। ব্রাজিল তারকার জোরালো শট পেয়ে যান কিন। ফাঁকা পেয়ে প্রতিপক্ষের জালে ঠেলে দেন তিনি।

পাল্টা আক্রমণে ৬০ মিনিটে সমতায় ফিরে অতিথিরা। ডি-বক্সের সামনে থেকে বুলেট গতির শটে গোলটি করেন ইয়াসিন। শেষের দিকে আর গোল না আসায় ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে টমাস তুখেলের দল।

লিগ ওয়ানে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রতে ২৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পিএসজি। আর ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বোর্দো।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫