Logo
×

Follow Us

ফুটবল

ঘটনাবহুল ম্যাচ জয়ে আশা বাঁচলো জুভেন্তাসের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২১, ১২:৫৪

ঘটনাবহুল ম্যাচ জয়ে আশা বাঁচলো জুভেন্তাসের

৯ হলুদ কার্ড, ২ লাল কার্ড, আত্মঘাতী গোল, প্রশ্নবিদ্ধ পেনাল্টি এরপর রোনালদোর পেনাল্টি মিস, বিরক্তিকর ভিএআর সঙ্গে বাজে রেফারিংয়ের এক রোমাঞ্চকর ম্যাচ। শনিবার (১৬ মে) ঘটনাবহুল ম্যাচ জিতে জুভেন্তাস বাঁচিয়ে রাখল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। 

সিরি-আ লিগে ঘটনাবহুল ম্যাচে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারাল জুভেন্তাস। পেনাল্টি মিসের পর তুরিনোর ক্লাবটিকে এগিয়ে দেন রোনালদো। তারপর সমতা ফেরান রোমেলু লুকাকু। এরপর হুয়ান কুয়াদরাদোর স্পট কিকে গোলে স্বস্তি ফেরে তাদের। 

টানা ৯ মৌসুম পর এবার শিরোপা হাতছাড়া হয়েছে জুভেন্তাসের। যারা ট্রফি জিতেছে সেই ইন্টার মিলান এই প্রথম হার দেখল। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট স্যানসিরোর ক্লাবটির। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাস। মানে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটি। শীর্ষ চার দলে থাকতে পারলেই হবে।


শনিবারের আরেক ম্যাচে জেনোয়াকে ৪-৩ গোলে হারিয়েছে আতালান্তা। ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দলটি। ইন্টারের সঙ্গে ইতালির দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে তাদের।

জুভেন্তাসের সমান ৭৫ পয়েন্ট মুখোমুখি  এসি মিলানের। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তারা আছে তিনে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫