Logo
×

Follow Us

খেলাধুলা

কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ১৮:০৬

কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

কাতারে বাংলাদেশ ফুটবল দল

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের শেষ তিন ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে। 

শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে জামাল ভূঁইয়ারা দোহায় পৌঁছেছেন স্থানীয় সময় বেলা সোয়া ১টায়।

ম্যানেজার ইকবাল হোসেনের নেতৃত্বে ৩২ সদস্যের বাংলাদেশ দল কাতার গেছে। ২৩ ফুটবলার ছাড়াও দলে রয়েছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম অ্যাটেন্ডেন্ট।

কাতার পৌঁছে ফুটবলাররা স্বাস্থ্যবিধির আনুষাঙ্গিক কাজগুলো করবেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ারা পরই কেবল নির্দিষ্ট সময়ে অনুশীলন মাঠে যেতে পারবেন তারা।

বাংলাদেশের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে- ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫