Logo
×

Follow Us

খেলাধুলা

কাতারে জামালদের রিপোর্ট নেগেটিভ, অনুশীলন শুরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৪:৫৬

কাতারে জামালদের রিপোর্ট নেগেটিভ, অনুশীলন শুরু

হোটেলে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা।

কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার (২৮ মে) বিকেলে করোনা পরীক্ষার নমুনা দেন জামালরা। শনিবার (২৯ মে) দুপুরের দিকে সবার নেগেটিভ ফলাফল আসে। 

রিপোর্ট পাওয়ার পর পরই বাংলাদেশ টিম হোটেলে স্কেচিং সেশন করেছে। বিকেলে কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম অনুশীলন সেশন করবে।

এই সফরে অধিনায়ক জামাল ভূঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের খেলার জন্য গেলেন তারিক কাজী। জামাল প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলতে শুরু করেন ২০১৩ সালে কাঠমান্ডু সাফে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫