Logo
×

Follow Us

খেলাধুলা

নেইমারকে বাদেই ব্রাজিলের অলিম্পিক দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৪:৪৬

নেইমারকে বাদেই ব্রাজিলের অলিম্পিক দল ঘোষণা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র

চলতি কোপা আমেরিকায় রীতিমতো উড়ছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচই জয় পেয়েছে বড় ব্যবধানে। এ দুই ম্যাচেই ব্রাজিলের জয়ের নায়ক নেইমার জুনিয়র। তবে তাকে ছাড়াই আসন্ন অলিম্পিকের জন্য ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক জেতানোর মূল কারিগর ছিলেন নেইমার। কিন্তু সেটি ধরে রাখার মিশনে তাকে দলে নেননি অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্ডিন।

সাধারণত অলিম্পিকে রাখা হয় অনূর্ধ্ব-২৩ দল। তবে সব দলকে দেয়া হয় ২৩ বছরের বেশি তিন খেলোয়াড় নেয়ার সুযোগ। দানি আলভেজ ছাড়া ব্রাজিলের ২৩ বছরের বেশি বয়সের অন্য দুই খেলোয়াড় হলেন ম্যালকম ও পাউলিনহো।

ব্রাজিলের অলিম্পিক দল

গোলকিপার: সান্তোস, ব্রেন্নো।

ডিফেন্ডার: দানি আলভেজ, গাব্রিয়েল মেনিনো, গিলহেরমে আরানা, গাব্রিয়েল গুইমারেস, নিনো, দিয়েগো কার্লোস।

মিডফিল্ডার: ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেজ, গারসন, ক্লদিনিও, ম্যাথুস হেনরিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫