Logo
×

Follow Us

ফুটবল

ফেরার দিন রাসেল-মুক্তিযোদ্ধা সংসদ ম্যাচ গোলশূন্য ড্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২২:২৪

ফেরার দিন রাসেল-মুক্তিযোদ্ধা সংসদ ম্যাচ গোলশূন্য ড্র

শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ম্যাচের দৃশ্য

১২ দিন বিরতির পর পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বিরতির পর প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

এই ড্রয়ে মুক্তিযোদ্ধা ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে। শেখ রাসেল এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ট স্থানে।

প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বে এসে পয়েন্ট খোয়াতে হলো তাদের। 

শেখ রাসেলের বিদেশি ফুটবলারদের এই ম্যাচে বেশ নিষ্ক্রিয় ও অনেকটা নিষ্প্রভ দেখা গেছে। গোলের তেমন তৃষ্ণা দেখা যায়নি। অন্য দিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গোলের কিছু চেষ্টা করেছে। পরবর্তীতে তাদের পারফরম্যান্সেও প্রমাণ ছিল। 

আগামীকাল বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ম্যাচ রয়েছে। একমাত্র ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাবের। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫