Logo
×

Follow Us

খেলাধুলা

আর্জেন্টিনার দলে যোগ দিয়েছেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ২১:৫৯

আর্জেন্টিনার দলে যোগ দিয়েছেন মেসি

পিএসজি হয়ে অভিষেকটা হয়ে গেছে লিওনেল মেসির। গেল মাসে অনেক নাটকীয়তার পর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ছিল অনেক আনুষ্ঠানিকতা। তবে এবার সবকিছু ভুলে আবারও জাতীয় দলে মনোযোগী হওয়ার পালা আর্জেন্টাইন অধিনায়কের।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি খেলতে ইতিমধ্যেই ভেনেজুয়েলায় পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। 

মঙ্গলবার (৩১ আগস্ট) তাদের সঙ্গে স্থানীয় সময় সকালে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, পিএসজির দুই সতীর্থ ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও যোগ দিয়েছেন। তারা যোগ দেয়ার আগেই সোমবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। 

মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে চারটায় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করবেন পিএসজির তিন ফুটবলার। পরদিন ভেনেজুয়েলা ম্যাচের ভেন্যু কারাকাস স্টেডিয়ামে অনুশীলন করবে আর্জেন্টিনা ফুটবল দল। 

৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। সর্বশেষ ৯ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫