Logo
×

Follow Us

খেলাধুলা

লাওতারোর গোলে এগিয়ে আর্জেন্টিনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪২

লাওতারোর গোলে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনার এবার লক্ষ্য বিশ্বকাপ বাছাই। সেপ্টেম্বরের শুরুর সপ্তাহে ছয় দিনের ব্যবধানে তিনটি ম্যাচ, যার প্রথমটি আজ মাঠে গড়াচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচের ৪৫ মিনিট শেষে যাতে লাওতারো মার্টিনেজের গোলে এগিয়ে আছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। 

প্রথম ৪৫ মিনিট বলের দখলে এগিয়ে ছিলো লিওনেল মেসির দল। আক্রমণেও ছিলো তাদেরই আধিপত্য। তারই একটায় ম্যাচের ৩১ মিনিটে বল পায়ে আগুয়ান লিওনেল মেসিকে গুরুতর ফাউল করে বসেন আদ্রিয়ান মার্টিনেজ। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে এসে তাকে লাল কার্ড দেখান রেফারি।

এর আগে পরে বেশ কিছু দারুণ আক্রমণ করেছে আর্জেন্টিনা। কিন্তু গোলের অপেক্ষা শেষ করতে দলটিকে প্রথমার্ধের অন্তিম মুহূর্ত পর্যন্ত খেলতে হয়েছে। 

ডি পল সহজ একটা সুযোগ অপচয় করেছেন। এর কিছু পর লাওতারো মার্টিনেজ আর আনহেল ডি মারিয়াকে নিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণও ভেস্তে গেছে স্বাগতিক রক্ষণের দৃঢ়তায়। 

তবে বিরতির ঠিক আগে জিওভানি লো চেলসোর বাড়ানো বলে লাওতারোর চেষ্টা আর থামাতে পারেনি ভেনেজুয়েলা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে কোচ স্ক্যালোনির দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫