Logo
×

Follow Us

খেলাধুলা

রেফারি পক্ষপাতিত্ব করেছে: অস্কার ব্রুজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ২০:২৩

রেফারি পক্ষপাতিত্ব করেছে: অস্কার ব্রুজন

বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন

বাংলাদেশ ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ অস্কার ব্রুজনের মুখে সবসময় হাসি লেগে থাকে। বুধবার (১৩ অক্টোবর) নেপালের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচের পর রাজ্যের হতাশা এই বাংলাদেশের স্প্যানিশ কোচের চোখে-মুখে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অস্কার সরাসরিই বললেন, ‘রেফারি আমার খেলোয়াড়দের প্রতি অবিচার করেছে। তিনি আনফেয়ার ছিলেন। আমি ভারত ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে বলে আসছিলাম। আজ এর চূড়ান্ত রূপ নিল।’

বাংলাদেশকে দেওয়া দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই পক্ষপাত মনে করেন অস্কার, ‘জিকো বক্সের বাইরে প্রথমে পা দিয়ে স্পর্শ করেছে। এরপর বল তার হাতে লেগেছে, সেটি ইচ্ছেকৃত নয়। লাল কার্ড দেওয়ার মতো ছিল না। পেনাল্টির কথা আর কী বলব! এটি সম্পূর্ণ অর্থে ভুল সিদ্ধান্ত। আরো বেশি কিছু বললে আমি এক বছরের জন্য নিষিদ্ধ হব।’

গত আগস্ট মাসে অস্কার এমন ঘটনার শিকার হয়েছিলেন। বসুন্ধরা কিংস শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দশ জন নিয়ে ড্র করে। এই ড্রয়ের ফলে কিংসের বদলে মোহনবাগান পরবর্তী রাউন্ডে খেলে। দুমাস পর জাতীয় দলেও একই ঘটনার শিকার অস্কার। এই ম্যাচেও তার দল দশ জনে পরিণত এবং টুর্নামেন্ট থেকে বিদায়। 

দুই ঘটনা সম্পর্কে অস্কার বললেন, ‘বাংলাদেশের ফুটবলের চক্রান্ত ছাড়া আর কী হতে পারে। বাংলাদেশর ক্লাব বসুন্ধরা কিংস যেন উন্নত পর্যায়ে যেতে না পারে সেই জন্য এই সিদ্ধান্ত। জাতীয় দলের ক্ষেত্রেও এমন হলো।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫