Logo
×

Follow Us

খেলাধুলা

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ফ্রান্স-বেলজিয়াম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:৩২

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ফ্রান্স-বেলজিয়াম

ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের চার গোলে কাজাখস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে লেস ব্লুজরা।

পার্ক দে প্রিন্সে খেলার ছয় মিনিটে গোল উৎসবের সূচনা করেন এমবাপে। পরে হ্যাটট্রিক পূরণসহ করেন চার গোল। জোড়া গোল করেছেন করিম বেনজিমা।

এ ছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন আতোয়ান গ্রিজম্যান ও আদ্রিয়েন র‌্যাবিয়ত। এদিকে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বেলজিয়ামও।

রেড ডেভিলদের পক্ষে গোল তিনটি করেন- ক্রিশ্চিয়ান বেনতেকে, ইয়ানিক কারাস্কো ও থোরগান হ্যাজার্দ।

এস্তোনিয়ার পক্ষে একগোল শোধ দেন সোরগা। আর মন্টিনেগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র’তে, গ্রুপ জি’র সমীকরণ শেষ দিনে নিয়ে গেছে নেদারল্যান্ডস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫