Logo
×

Follow Us

খেলাধুলা

দেশে পৌঁছেছেন জাতীয় দলের নতুন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ২১:১১

দেশে পৌঁছেছেন জাতীয় দলের নতুন কোচ

হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাতে ঢাকায় এসে পৌছেছেন। আজ শনিবার (১৫ জানুয়ারি) স্পেন থেকে তিনি সন্ধ্যা পৌনে আটটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

বাংলাদেশে এসে জামাল ভূঁইয়াদের নতুন কোচ বেশ খুশি, ‘অবশেষে বাংলাদেশে আসতে পারলাম। আমি খুব খুশি ।’ তার খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে আছেন, ‘ফুটবলারদের সঙ্গে দেখা করতে চাই খুব শিগগিরই।’ 

ফুটবলারদের সঙ্গে চাইলেই দেখা করতে পারছেন না হ্যাভিয়ের। তাকে করোনা পরীক্ষা করাবে বাফুফে। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেবে ফেডারেশন। জাতীয় দলের স্প্যানিশ কোচকে ফেডারেশনে অভ্যর্থনা জানাতে গিয়েছেন ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫