Logo
×

Follow Us

খেলাধুলা

আর্জেন্টিনার পথ সহজ করে সেমিতে ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:৫৭

আর্জেন্টিনার পথ সহজ করে সেমিতে ব্রাজিল

ব্রাজিল নারী ফুটবল দল। ছবি: এএফপি

কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল নারী ফুটবল দল। চলতি মৌসুমেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তারা। গতকাল সোমবার (১৮ জুলাই) ভেনিজুয়েলাকে উড়িয়ে দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল নারী ফুটবল দল।

তবে ব্রাজিলের এই জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার পথটাও প্রশস্ত হয়েছে আর্জেন্টিনার।

গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে ভেনিজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এ হারের ফলে দুইয়ে থাকা ভেনিজুয়েলা নেমে গেছে তিনে। আর একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে আর্জেন্টিনা। 

আগামী শুক্রবার (২২ জুলাই) নিজেদের শেষ ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি যেকোনো ব্যবধানে ড্র করলেই সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী হবে লা আলবিসেলেস্তেরা।

নারী কোপা আমেরিকার বি গ্রুপে থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ছয় পয়েন্ট করে আছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার। তবে গোল গড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলা ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হওয়ায় দুই দলের মুখোমুখি শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫