Logo
×

Follow Us

খেলাধুলা

মেসি-রোনালদোর দ্বৈরথ যেভাবে দেখবেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৭

মেসি-রোনালদোর দ্বৈরথ যেভাবে দেখবেন

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

অবশেষে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে একে অপরের মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে দুইজনের ক্লাব মুখোমুখি হচ্ছে না প্রতিপক্ষ হিসেবে। মেসির পিএসজি সৌদিতে পাড়ি জমিয়েছেন রিয়াদ বেস্ট একাদশের বিপক্ষে খেলার জন্য। যেখানে রিয়াদ বেস্ট একাদশের নেতৃত্ব দেবেন রোনালদো। রিয়াদ বেস্ট একাদশটি তৈরি করা হয়েছে সৌদিয়ান ক্লাব আল নাসরে এবং আল হিলালের ফুটবলারদের নিয়ে।

বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন মেসি-রোনালদো। খেলাটি সরাসরি দেখা যাবে প্যারিস সেইন্ট জার্মেইর অফিসিয়াল টিভি চ্যানেলে। যেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে ম্যাচটি। কাতারিয়ান চ্যানেল বিইন স্পোর্টসেও (bein sports) লাইভ স্ট্রিমিং সম্প্রচার করবে।

এছাড়াও অনলাইনে অ্যাপ নামিয়ে ইয়াসিন টিভিতে (Yashin Tv) খেলাটি দেখা যাবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে সৌদির কিং ফাহাদ স্টেডিয়াম থেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫