দেখা হবে লিভারপুলে: ভিনিসিয়াস জুনিয়র

বর্ণবাদী আচারণ যেনো পিছুই ছাড়ছেনা রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রায়ই তাকে বর্ণবাদের শিকার হতে হয়। এ নিয়ে প্রতিনিয়তই প্রতিবাদ করে আসছে ভিনিসিয়াস ও তার ভক্তরা। তবে তাতেও থামছে না বর্ণবাদরা।

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে ওসাসুনার মাঠ এল সাদার স্টেডিয়ামে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় অর্জনও করেছেন তারা। তবে এ ম্যাচের শুরুতেই বর্ণবাদের শিকার হতে হয় ভিনিকে। শুধু তা-ই নয়, তার মৃত্যু কামনা করে গ্যালারিতে গানও ধরেছিলেন ওসাসুনার সমর্থকেরা। পরে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনি লিখেছেন, ‘আমাকে অপমান করাও চলছে..., আমার নাচও চলছে...দেখা হবে লিভারপুলে।’

এ দিন ম্যাচ শুরুর আগে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তখনই গ্যালারিতে থাকা কেউ একজন ভিনিসিয়াসক উদ্দেশ্য করে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিতে শুরু করেন। তবে এতে ভিনিসিয়াস ভেঙে পড়েননি। নিজের দলকে জয়ী করতে খেলায় মনোনিবেশ করেন এ ফুটবল তারকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //