ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আল-নাসরের হয়েও তেমন সুবিধা করতে পারছেন না তিনি। তবে এই পর্তুগিজ সুপারস্টার গতকাল শনিবার (১৮ মার্চ) গোলের দেখা পেয়েছেন। তার গোলের সঙ্গে জয়ে ফিরল আল-নাসরও।
এর আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় নাসর। সেই ম্যাচসহ টানা তিন খেলায় রোনালদো গোলের দেখা পাননি। গতকাল শনিবার আভার বিপক্ষে সৌদি প্রো লিগে নামেন রোনালদোরা।
এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ২৬তম মিনিটে গোল হজম করে আল নাসর। আব্দুলফাত্তাহ আদাম আহমেদ গোলটি করেন। এরপর বারবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন রোনালদোরা। তাই আরেকটি হার নিয়েই তাদের মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়। দ্বিতীয়ার্ধেও একই ফলই আসতে থাকে।
অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ফ্রি-কিক থেকে পাওয়া অসাধারণ এক গোলে তিনি দলের ডেডলক ভাঙেন। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলাধুলা ফুটবল ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh