অবশেষে বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের পেনাল্টিতে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কাণ্ডে পরিবর্তন হলো পেনাল্টির নিয়ম। পেনাল্টি নিতে আসা খেলোয়াড়কে বিভ্রান্ত করতে পারবে না গোলকিপার।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড শুক্রবার এই নিয়মের অনুমোদন দিয়েছে। ১লা জুলাই থেকে এই নিয়মের প্রয়োগ শুরু হবে।

‘পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড় শট না নেওয়া পর্যন্ত গোলকিপারকে লাইনে থাকতে হবে, গোলপোস্ট, নেট, ক্রসবারে হাত দেয়া যাবে না।’

‘শট নিতে আসা খেলোয়াড় বা খেলার প্রতি সম্মান নষ্ট হয় বা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এমন কাজ করা যাবে না।’ শট নিতে দেরি করা, গোলপোস্ট, ক্রসবার বা নেট ধরে শট নিতে আসা খেলোয়াড়ের মনোঃসংযোগ নষ্ট করার সাধারণ কৌশল বিবেচনা করা হয় বলে আইএফএবির নিয়মে উল্লেখ করা হয়।

কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে শট নিতে আসা খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়ানো, বল অন্যদিকে ছুড়ে দেয়া, অদ্ভুত উদযাপনসহ নানা বিতর্কিত কর্মকান্ড করে বসে আর্জেন্টিনার ৩০ বর্ষী গোলরক্ষক মার্টিনেজ। তার কর্মকান্ডে অনেকে সমালোচনা করেন, পেনাল্টি নিয়মেরও পরিবর্তন করার দাবি তোলেন।

অবশ্য নিয়মে বদল হলেও তার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন মার্টিনেজ। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আধুনিক নিয়মের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। ফিফা যদি নতুন নিয়ম চালু করে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’ 

কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোব জেতা এই গোলরক্ষক বলেন, ‘কোপা আমেরিকার পরে আমি বলেছিলাম- আমার পক্ষে আবার পেনাল্টি বাঁচানো সম্ভব কিনা তা আমার জানা নেই। যে শট বাঁচানোর ছিল, তা বাঁচিয়েছি। কুড়ি বছর বাদে আবার আমি পেনাল্টি বাঁচাতে পারব কিনা জানি না। কোপা আমেরিকা ও বিশ্বকাপে আমি পেনাল্টি বাঁচিয়েছি এবং দলকে জিতিয়েছি। এটিই আমার কাছে যথেষ্ট।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh