
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
সৌদি আরবে গিয়েও বিতর্ক থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন না পর্তুগিজ ফুটবল সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত রবিবার (৯ এপ্রিল) সৌদির প্রো লিগে অপেক্ষাকৃত নিচের সারির দল আল ফাইহারের সঙ্গে গোলশুন্য ড্র করে রোনালদোর আল নাসর। আর এতে শিরোপা রেসে পিছিয়ে পড়ল তারা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে রোনালদোরা। এই ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। খেলা শেষে মেজাজ হারান তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষ শিবিরের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেননি।
এই ম্যাচেরর আগে দারুণ সময় কাটাচ্ছিলেন রোনালদো। সবশেষ তিন ম্যাচেই করেন জোড়া গোল। দুই গোল করাটাকে রোনালদো নিয়ম করে ফেলেছেন, উঠছিল এমন কথাও। কিন্তু হঠাৎই পা পিছলে গেল! ম্যাচের ৩০ মিনিটের সময় ফাইহার গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি। বিরতির পরও তার গোল মিস অব্যাহত থাকে। হতাশা লুকাতে পারেননি। প্রতিপক্ষ দলের একজন প্লেয়ারকে লক্ষ্য করে কড়া কথা বলেন। ম্যাচের শেষ দিকে ফাইহার প্লেয়াররা সময় নষ্ট করার কৌশল নেয়। এটা নিয়েই মেজাজ দেখান রোানলদো। সবশেষে প্রতিপক্ষ প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক না করেই দ্রুত মাঠ ছাড়েন পাঁচবারের এই ব্যালন ডি’অর বিজয়ী।