Logo
×

Follow Us

খেলাধুলা

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১২:১৪

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার

নেইমার- ব্রুনা বিয়ানকার্দি। ছবি: সংগৃহীত

ভক্তদের খুশির খবর দিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’ এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি।

ব্রুনা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমার অপেক্ষায় আছি এবং এটাও জানি তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করতে আসছ, আরও সুখের হবে দিনগুলো। তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদি এবং আঙ্কেল আন্টিরা তোমাকে অনেক ভালোবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।’

এমন পোস্টে নেইমার সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ভক্ত-সমর্থকরাও শুভকামনা জানাচ্ছেন। এর আগে নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস। 

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন ব্রাজিল তারকা। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও একত্রিত হওয়ার খবর পাওয়া যায়। এরপরেই এই সুখবরটি এলো।

অনেকের ধারনা, ব্রুনার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নেইমার। এর আগে গত বছর একবার ব্রুনার সঙ্গে বাগদান সারার ঘোষণা দিয়েছিলেন পিএসজি তারকা। তবে এই জুটি বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫