এ নিয়ে টানা দ্বিতীয় জয়! লিওনেল মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি। এবারো জয়ের নায়ক আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। আজ বুধবার (২৬ জুলাই) ভোরে লিগস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি।
ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন মিয়ামির নতুন অধিনায়ক মেসি। ম্যাচের অষ্টম মিনিটেই গোলের খাতা খোলেন তিনি। আর ব্যবধান দ্বিগুণ করেন ২২তম মিনিটে। মেসির দ্বিতীয় গোলটির জোগান দিয়েছিলেন রবার্ট টেইলর, যিনি নিজেও পরে করেন দুই গোল।
বিরতির আগ মুহূর্তে টেইলর গোল করেন, ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন টেইলর। ম্যাচের ৭৮তম মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন মিয়ামির কোচ টানা মার্টিনো। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।
টানা দুই জয়ে লিগস কাপের সাউথ গ্রুপ ৩ - এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মেসিবাহিনী। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh