Logo
×

Follow Us

খেলাধুলা

ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৯:৩২

ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

সাবেক বেলজিয়ান ও রিয়াল মাদ্রিদ তারকা ইডেন হ্যাজার্ড। ছবি: সংগৃহীত

সব ধরণের ফুটবল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বেলজিয়ান ও রিয়াল মাদ্রিদ তারকা ইডেন হ্যাজার্ড। এর আগে, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন তিনি তবে এবার সব ধরণের ফুটবল থেকেই বিদায় নিলেন সাবেক এই বেলজিয়ান। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেই অবসরের ঘোষণা দিয়েছেন হ্যাজার্ড। নিজের বিদায়ী বার্তায় তিনি বলেন, কখনো কখনো মনের কথাও শুনতে হয়ে। প্রায় ১৬ বছর ক্যারিয়ারে ৭০০ এর বেশি ম্যাচ খেলার পর ফুটবলকে বিদায় জানাচ্ছি। 

এই মৌসুমেই রিয়ালের হয়ে চুক্তি শেষ হয়ে হ্যাজার্ডের। এরপর আর চুক্তি নবায়ন করেননি। ২০২২ ফুটবল বিশ্বকাপেও বেলজিয়ামের হয়ে খেলেছিলেন। তবে দলের ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৯ সালে চেলসিতে ফর্মের তুঙ্গে থাকাকালীন রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা ফুটবলার। কিন্তু এরপরই ইনজুরি যেন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছিলো। দলটির হয়ে চার বছরে খেলেছিলেন মাত্র ৭৬ ম্যাচ, করেছিলেন মাত্র ৭টি গোল। 

উল্লেখ্য, ২০০৭ সালেই ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয় হ্যাজার্ডের। ক্যারিয়ারের সবার প্রথমে খেলেছিলেন ফরাসি ক্লাব লিলেতে। তবে ২০১২ সালে চেলসিতে যোগ দেন তিনি, এরপর নীল জার্সি গাঁয়ে সেখানে ৩৫২ ম্যাচে করেন ১১০ গোল। কিন্তু রিয়ালে গিয়েই নিজের ফুটবল ক্যারিয়ারের খেই হারিয়ে ফেলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫