Logo
×

Follow Us

খেলাধুলা

ফুটবলকে বিদায় জানালেন কেইলর নাভাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১৮:৫৮

ফুটবলকে বিদায় জানালেন কেইলর নাভাস

কেইলর নাভাস। ফাইল ছবি

৩৭ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোস্টারিকা ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কেইলর নাভাস। গুঞ্জন শোনা গিয়েছিলো তিনি কোপা আমেরিকায় খেলবেন। কিন্তু তার আগেই অবসরের ঘোষণা দিলেন।

অবসর ঘোষণা দিয়ে নাভাস লিখেন, আমার জীবনের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আমি হৃদয় ভর্তি কৃতজ্ঞতা নিয়ে এবং হৃদয়ে কোস্টারিকার নাম ধারণ করে বিদায় জানাচ্ছি। বিদায় বলার অনুভূতিটা অম্ল-মধুর। একটা পর্যায়ে এসে অবসর নিতেই হয়। কিন্তু সেটা মেনে নেয়া কঠিন। তবে এটা বিদায় নয়, এটা সাময়িক সময়ের বিদায়। কারণ, আবার দেখা হবে একে-অপরের সঙ্গে চলার পথে। ধন্যবাদ কোস্টারিকা, দেখা হবে, পুরা ভিদা (বিদায়, জীবন সুন্দর)।

নাভাসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেশের জার্সি গায়ে ১১৪টি ম্যাচ খেলেন। খেলেন তিনটি বিশ্বকাপও। 

তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলো ২০১৪ বিশ্বকাপ। যেখানে তার অসাধারণ বীরত্বে কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলো। সর্বশেষ তিনি চলতি বছরের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন দেশের জার্সি গায়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫