জার্মানির ফ্রাঙ্কফুট অ্যারেনায় শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখলো পুরো বিশ্ব। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিলো পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচটি। টাইব্রেকারে স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই লক্ষ্যভেদ করতে পারেনি। অপরদিকে পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। টাইব্রেকারে ৩-০ গোলের জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল।
গতকাল সোমবার (১ জুলাই) ফ্রাঙ্কফুট অ্যারেনায় হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তারপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু তাতেও কোনো সুবিধা করতে পারেনি পর্তুগাল। পুরো ১২০ মিনিটের ম্যাচে রোনালদো কিংবা তার সতীর্থদের কাউকেই গোল করতে দেয়নি স্লোভেনিয়া। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি পেলে তাতে রোনালদো শট করলে সেটি রুখে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক জান ওবলাক। ফলে চূড়ান্ত ফলের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
তবে টাইব্রেকারে আর ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে পেরে উঠতে পারেনি স্লোভেনিয়া। এক পর্যায়ে প্রতিপক্ষ স্লোভেনিয়া দলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায় পর্তুগাল।
ম্যাচটির শুরু থেকে প্রতিপক্ষ স্লোভেনিয়ার ওপর চাপ সৃষ্টি করতে থাকে পর্তুগাল। ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটে স্লোভেনিয়াকে আক্রমণ করেন পর্তুগালের রুবেন দিয়াজ। তারপর ৩১ মিনিটে সতীর্থ জাও ক্যানচেলোর ক্রস থেকে রোনালদো হেড করলে সেটি দারুণভাবে রুখে দেন স্লোভেনিয়ার ডিফেন্ডাররা। এর কিছুক্ষণ পরই অবশ্য গোল করার সুযোগ পায় পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে রোনালদো ফ্রি কিক করে। কিন্তু নাহ্, সেটি গোলবার ঘেঁষে চলে যায় বাইরে।
এ সময় গোল না হওয়ায় হতাশা থেকে কাতরাতে থাকেন রোনালদো। এরপর চার মিনিট পর ফের আক্রমণ করেন আল নাসর তারকা। জটিল অ্যাঙ্গেল থেকে ডান পায়ে দারুণ শট করলেও এবারও বাইরে দিয়ে চলে যায় তা। এই শট মিস হওয়ায় হতাশা যেন বেড়ে যায় রোনালদোর। এর কিছুক্ষণ পরই অবশ্য স্লোভেনিয়ার আক্রমণে বিপদে পড়তে গিয়েছিল পর্তুগাল। বেঞ্জামিন সেসকোর ডান পা থেকে শটটি আটকে দেন গোলরক্ষক দিয়াগো কস্তা। এর এক মিনিট পরই ফের আক্রমণ করে দলটি। জাকা বিজোলের শটটি এবার গোলবারের বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধের ইনজুরির সময় জাও পালহিনহার একটি শট গোলবারে লেগে সেটি আবার ফিরে আসে। এ সময় তাকে অ্যাসিস্ট করেছিলেন রাফায়েল লিও। তবে শেষ পর্যন্ত কোনো গোল পায়নি পর্তুগাল। আর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে দ্বিতীয়বারের মতো ফ্রি-কিক নেন তারকা খেলোয়াড় রোনালদো। এবারও হতাশ হলেন, হতাশ করলেন পর্তুগালকে। কিছুক্ষণ পর ৫৯ ও ৬১ মিনিটে আক্রমণ করে স্লোভেনিয়া। দুর্ভাগ্যবশত দুইবারই গোলবারের বাইরে দিয়ে চলে যায় বল।
উল্লেখ্য, অপরদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। শেষ ষোলোয় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইউরো কোয়ার্টার ফাইনাল পর্তুগাল স্লোভেনিয়া
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh