Logo
×

Follow Us

খেলাধুলা

মাদ্রিদের জার্সি গায়ে উঠল এনদ্রিকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:২৬

মাদ্রিদের জার্সি গায়ে উঠল এনদ্রিকের

এনদ্রিক। ছবি: সংগৃহীত

অবশেষে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ালেন ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক। চুক্তির প্রায় ২০ মাস পর স্বপ্নের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। স্বদেশি ক্লাব পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেয়ার চুক্তি হয়েছিলো ২০২২ সালের ডিসেম্বরে। তবে ওই সময় বয়স ১৮ না হওয়ায় তিনি এতদিন রিয়ালে যোগ দিতে পারেননি।

গত ২১ জুলাই ১৮ বছরে পা দেন এনদ্রিক। এরপরই যোগ দিলেন মাদ্রিদে। গতকাল শুক্রবার (২৬ জুলাই) সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে এনদ্রিককে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

পরিচয়ের অনুষ্ঠানে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সাদা জার্সিতে থাকা রিয়ালের লোগোতে চুমু খেয়েছেন, বল কিক মেরে দর্শকদের কাছে পাঠিয়েছেন এবং প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

এনদ্রিক বলেন, আমি ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের ভক্ত। এখন আমি আমার স্বপ্নের ক্লাবের খেলোয়াড়। দীর্ঘ অপেক্ষার পর আজ আমার স্বপ্ন পূরণ হলো।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ বছরের চুক্তি হয়েছে এনদ্রিকের। ২০২২ সালের পালমেইরাসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। গোল করেছিলেন ১৬ বছর ৩ মাস ৪ দিন বয়সে। এরপরই তার প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। তবে এনদ্রিককে পাওয়ার দৌড়ে সফল হয় রিয়াল মাদ্রিদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫