কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাবার কেউ নেই!

বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিন। যদিও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান হিসেবে রয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ঘরোয়া আর আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থতার পাশাপাশি দেশজুড়ে জেলাভিত্তিক লিগ আর টুর্নামেন্ট ঝিমিয়ে পড়ার জন্যও দায়ী করা হয় সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে কমিটিকে। এ ছাড়াও সালাউদ্দিনের কমিটি কলংকিত হয়েছে আর্থিক দুর্নীতির জন্য ফিফার দেওয়া সাজায়। সবকিছুর পরও সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।  

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাফুফের পরবর্তী নির্বাচন। ইতোমধ্যেই রটে গেছে, সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল ফের ক্ষমতায় আসছে। অন্তত সভাপতি পদে আবাহনীর সাবেক অধিনায়কের নির্বাচিত হওয়া নিয়ে কারও সন্দেহ নেই। সম্প্রতি বাফুফের এজিএমে চারটি নতুন ক্লাবকে কাউন্সিলর পদ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে দেওয়া হয়েছে কাউন্সিলরশিপ। এ ছাড়া সারা বছর ঝিমিয়ে থাকা জেলা লিগ কমিটির সদস্যরা নিজেদের টিকিয়ে রাখতে আসন্ন নির্বাচনে সালাউদ্দিনের পক্ষ নেবেন-এটাও চাউর হয়েছে। 

বিশ্বস্তসূত্রে জানা গেছে, বাফুফের বর্তমান সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নীরব ভূমিকায় রয়েছেন। তিনি এখনো নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেননি। এ ছাড়া বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিকও নির্বাচনে অংশ নেবেন কিনা নিশ্চিত না। আবার শোনা যাচ্ছে, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। তিনি ক্ষমতাসীন সালাউদ্দিন প্যানেল থেকেই  নির্বাচন করতে আগ্রহী। তবে নির্বাচনে সালাউদ্দিনের প্যানেল ঘোষণার পরই সব কিছু পরিষ্কার হবে।     

আসন্ন নির্বাচনে বাফুফে সভাপতি পদে সালাউদ্দিনের বিজয় দেখছেন অনেকেই। যদিও তার কমিটির বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। কিন্তু সব অভিযোগ সত্য বলে মেনে নিলেও কথা থাকছে। সালাউদ্দিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো ব্যক্তিত্ব ফুটবল অঙ্গনে নেই-এটা সত্য। সাইফ পাওয়ার টেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি এখন ফুটবল সংশ্লিষ্ট বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার সাইফ স্পোর্টিং ক্লাবের অস্তিত্বও নেই প্রিমিয়ার লিগে। সালাউদ্দিনের বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করেছিলেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। কিন্তু তিনিও সালাউদ্দিনের কাছে ভোটযুদ্ধে পাত্তা পাননি। 

সালাউদ্দিনের পক্ষে বর্তমান কাউন্সিলর আর ভোটারদের সিংহভাগের সমর্থন। সালাউদ্দিনের প্যানেলের হয়ে লড়বেন ইমরুল হাসান, কাজী নাবিলের মতো পোড় খাওয়া সংগঠক। তাদের গ্রহণযোগ্যতা সন্দেহাতীত। তাই সালাউদ্দিনদের হটিয়ে নতুন কোনো প্যানেলের জয়লাভ করা কঠিন। বর্তমান কমিটির বিপক্ষে বহুদিন ধরেই সোচ্চার আব্দুল গাফফারসহ অনেক সাবেক ফুটবলার। তারা বিভিন্ন সময় বর্তমান কমিটির বিরুদ্ধে সভা-সমাবেশও করেছে। কিন্তু সালাউদ্দিনদের হটিয়ে বাফুফের নিয়ন্ত্রণ নেওয়ার মতো অবস্থানে তারা নেই। এমনকি এখনো জানা যায়নি সালাউদ্দিনের বিপক্ষে কে নির্বাচন করবেন!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //